শেষ আপডেট: 26th March 2025 18:54
দ্য ওয়াল ব্যুরো: তাঁর নিয়োগ সম্পূর্ণ বেআইনি! এমনই মন্তব্য করে তৃণমূলের শিক্ষক নেতা (TMC Teacher Leader) শেখ সিরাজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সিরাজুল নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে তাঁকে দ্রুত সম্ভব চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
সিরাজুল চুরি করে চাকরি পেয়েছেন, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। নিয়োগ দুর্নীতির অভিযোগ থাকায় তাঁর বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশও দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পরে সিআইডি তদন্তেরও নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে অভিযুক্ত সিরাজুল এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিলেন। বুধবার সেই বেঞ্চেই এই মামলার শুনানি ছিল।
হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই শিক্ষক নেতা চুরি করে চাকরি পেয়েছেন তাই তাঁর চাকরি থাকারই কথা নয়। সেই প্রেক্ষিতে সিরাজুলের চাকরি বাতিলের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
এর আগে এই মামলায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। অভিযোগ ছিল, সবকিছু জানা সত্ত্বেও সিরাজুলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছিল না পুলিশ। আদালতও এই নিয়ে ভর্ৎসনা করেছিল তাঁদের। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশের ৫ মিনিটের মধ্যেই অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ।
গোটা রাজ্যে বেআইনি শিক্ষক নিয়োগ সংক্রান্ত ইস্যুতে তিন সদস্যের কমিটি গঠন করেছিল আদালত। সেই তদন্তেই উঠে আসে এই সিরাজুল ইসলামের নাম। যদিও তাঁর বিরুদ্ধে শুধু নিয়োগ দুর্নীতি নয়, শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে।