শেষ আপডেট: 16th January 2025 14:55
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মানুষ অনেক সহনশীল। মিটিং, মিছিলের সঙ্গে পরিচিত। তাই নবান্ন অভিযান বন্ধ করার কোনও প্রয়োজন নেই। বৃহস্পতিবার জনস্বার্থ মামলা খারিজ করে স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চের নির্দেশ, এই শহরের মানুষেরা মিছিল, মিটিংয়ে অভ্যস্ত। দীর্ঘদিন ধরেই এসব চলছে, আর এর মধ্যেও তারা শান্তিপূর্ণভাবেই থাকে। তাই নবান্ন অভিযান বন্ধ করার কোনও প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত।
তবে শান্তি শৃঙ্খলার বিষয়টি দেখা রাজ্যের কাজ বলেই জানিয়েছেন প্রধান বিচারপতি। তিনি জানান, কোনওরকম সমস্যা বা বিশৃঙ্খলা তৈরি হলে তার দায় নিতে হবে প্রশাসনকেই।
নিয়োগে দুর্নীতি, আরজি কর কাণ্ড-সহ একাধিক ইস্যুতে নবান্নে অভিযানের কারণে একাধিকবার রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য প্রশাসনকে। বেগ পেতে হয়েছে পুলিশকেও। এরই মধ্যে গঙ্গাসাগর মেলার আবহে নতুন করে যাতে কোনও নবান্ন অভিযান না হয়, সেই দাবিতেই হাইকোর্টে মামলা হয়েছিল। কিন্তু এদিন সেই আবেদনকে পাত্তাই দিল না আদালত।
মূলত, গঙ্গাসাগর মেলার সময় নবান্ন অভিযান হলে পুণ্যার্থীদের সমস্যার কারণ দেখিয়ে বাতিলের আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি রাত দখলের আর্জি জানিয়ে হাইকোর্টে আরও একটি মামলা হয়। সেখানেও নবান্ন অভিযান করতে চেয়েছিলেন আন্দোলনকারীরা। তবে সেই অভিযানের অনুমতি হাইকোর্ট দেয়নি বলে খবর।