শেষ আপডেট: 28th January 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলির দায়ের করা আর্থিক দুর্নীতির মামলায় এবার ইডির ভূমিকা নিয়েই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। তাঁদের তদন্তপ্রক্রিয়া এবং তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
আর্থিক দুর্নীতির মামলায় ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ইডি। কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছেন ইডির আইনজীবী। এই মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি তৎপরতা বাড়ানো হল ইডির তরফেও। তবে তাঁদের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
এই সংক্রান্ত মামলায় অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আদালতে জানিয়েছেন, সুপ্রিম কোর্টে আরজি করের খুন-ধর্ষণ মামলার সঙ্গেই এই দুর্নীতির মামলা চলছে। আর ইতিমধ্যে মুখ বন্ধ খামে রিপোর্টও জমা দিয়েছে সিবিআই। সেই প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, 'ইডি যথাসময়ে মামলার চার্জশিট দিতে পারে না। এই মুহূর্তে আদালতের এই মামলায় আর কিছু করার নেই।' তবে নিম্ন আদালতকে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে।
ইডি জানিয়েছে, ইতিমধ্যে ২২ জায়গায় তল্লাশি চালানো হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এদিকে অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে ট্রায়াল শুরুর জন্য সোমবারই কনসেন্ট পেয়েছে সিবিআই। সেই পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতকে আগামী এক সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু করে যত দ্রুত সম্ভব বিচার শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত, গত বছর ২৩ আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করের দুর্নীতি মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। পরে সুপ্রিম কোর্ট তাতে শীলমোহর দেয়। এরপর গত ২৯ নভেম্বর চার্জশিটও জমা দিয়েছে সিবিআই।