শেষ আপডেট: 24th January 2025 21:46
দ্য ওয়াল ব্যুরো: দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে থাকাকালীন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দাবি করা হয়েছে তাঁর দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে ওই কর্মীর দেহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই মতো দেহের ময়নাতদন্ত হয়। শুক্রবার ফের ছিল এই সংক্রান্ত মামলার শুনানি। তাতেই এই নির্দেশ দিয়েছে আদালত।
উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা মৃত মৌসম চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় দমদম জেলে থাকাকালীন। শুক্রবার মামলার শুনানিতে তাঁর আইনজীবী ময়নাতদন্তের রিপোর্ট উদ্ধৃত করে দাবি করে, মৃতের দেহে ভোতা বস্তু দিয়ে একাধিক আঘাতের প্রমাণ মিলেছে। ময়নাতদন্তের রিপোর্টেও তা স্পষ্ট। তাই জেলের সিসিটিভ ফুটেজ সংরক্ষণ করা হোক। সেই আর্জিতেই সাড়া দিয়েছে হাইকোর্ট।
রাজ্যের তরফেও এই বিষয়ে রিপোর্ট দেওয়া হোক এমন দাবি তুলেছিলেন ওই মৃত বিজেপি কর্মীর আইনজীবী। তবে এদিন অ্যাডভোকেট জেনারেল শুনানিতে উপস্থিত না থাকায় সময় চেয়ে নেয় রাজ্য। আগামী ১০ ফেব্রুয়ারি মামলার শুনানি। ওই দিন রাজ্যকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বিজেপি কর্মী মৌসমকে মাদক মামলায় গত বছরের ফেব্রুয়ারি মাসে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন। মৌসমের মায়ের অভিযোগ, তাঁর ছেলে অসুস্থ ছিল। কিন্তু তাঁর চিকিৎসার কোনও ব্যবস্থা করছিল না জেল কর্তৃপক্ষ। পরে তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষর তরফে ফোন করে জানানো হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৌসমের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, হাইকোর্ট আগেই চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও জেল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা করেনি। তারই জেরে মৃত্যু। এদিকে ময়নাতদন্তের রিপোর্টে আঘাতের চিহ্ন বিষয়টিকে আরও জটিল করে দিয়েছে।