শেষ আপডেট: 7th March 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) চত্বরে কোনও রাজনৈতিক সংগঠন আগাম ১৩ মার্চ পর্যন্ত কর্মসূচি করতে পারবে না। শুক্রবার এমনটা স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ওই এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মিছিল করার কথা রয়েছে রবিবার। সেক্ষেত্রে রুট বদল করে দিল আদালত।
আগামী রবিবার সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিলের কর্মসূচি নিয়েছিল বিজেপি। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন, আপাতত আদালতের অনুমতি ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোনও কর্মসূচি করতে পারবে না কোনও রাজনৈতিক সংগঠন। তাই শুভেন্দু অধিকারীর মিছিলের রুট বদলে নবীনা সিনেমা হল থেকে শুরু করে যাদবপুর থানার ১০০ গজ বা ৩০০ ফুট দূরে শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।
গত শনিবার ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসার পর পরিস্থিতি আরও খারাপ হয়। তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর সময় একাধিক ছাত্রনেতা আহত হয়েছেন বলেই অভিযোগ। এরপরই ইস্যুটি কলকাতা হাইকোর্টে গড়ায়। এদিকে বিজেপির তরফে এখন বিশ্ববিদ্যালয়ে চত্বরে মিছিল করার আর্জি শুনে হাইকোর্টের বক্তব্য, 'যাদবপুরেই কেন কর্মসূচি করতে হবে। অন্যত্র করা যেতে পারে।' বিজেপির আইনজীবীর উদ্দেশে বিচারপতি ঘোষ বলেন, বিরোধী দলনেতার নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। এটা তো কোনও ছাত্রদের কর্মসূচি নয়।
বিজেপির আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়ের যুক্তি ছিল, এর আগে রাজ্যের শাসকদল সেখানে কর্মসূচি করেছে। অন্য একটি সংগঠনও প্রতিবাদ কর্মসূচি করেছে। তাহলে তাঁদের অনুমতি না দেওয়ার কিছু নেই। বিষয়টি আগেই আপত্তি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী। তাঁর পাল্টা সওয়াল ছিল, আবার গোলমাল হলে তার দায় কে নেবে? এই পরিপ্রেক্ষিতেই বিচারপতির বক্তব্য, 'আদালত কোনও বেআইনি কাজকে সমর্থন করে না। আর কেউ অন্যায় করলে, আপনারাও তাই করবেন, এটা মানা যায় না।'
কলকাতা হাইকোর্টের নির্দেশ, সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মিছিল করা যাবে। সংশ্লিষ্ট থানা আইন-শৃঙ্খলার বিষয়টি দেখবে। এছাড়া আয়োজকদেরও নজর রাখতে হবে পরিস্থিতির দিকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১২ মার্চ।