শেষ আপডেট: 18th January 2025 20:52
দ্য ওয়াল ব্যুরো: নির্দেশের পরেও কোনও কিছুই মানা হচ্ছে না। কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করল কলকাতা হাইকোর্ট। দূষণের হাত থেকে ভিক্টোরিয়া স্মৃতি সৌধকে বাঁচাতে গত বুধবারই একগুচ্ছ নির্দেশ দিয়েছিল আদালত।
হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল ভিক্টোরিয়ার ৩ কিলোমিটারের মধ্যে কোনওভাবেই উনুন, কাঠ কয়লা, কেরোসিন বা অন্যান্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে রান্না করা যাবে না। কলকাতা পুরসভাকে নির্দিষ্ট সময় অন্তর সমীক্ষা চালিয়ে বিষয়টি নিশ্চিত করারও নির্দেশ দিয়েছিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। কিন্তু সেই নির্দেশ পুরসভা ঠিকমতো মেনে চলছে না বলে অভিযোগ।
অভিযোগ, ওই চত্বরে দেদার কাঠ কয়লা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার হচ্ছে। ময়দান চত্বরে থাকা ক্লাবগুলির অনেকেই কাঠ কয়লা ও জীবাশ্ম জ্বালানী ব্যবহার করে রান্নাও নাকি করছে। তবে শুক্রবার বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুরসভাকে অবিলম্বে অভিযান চালিয়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে।
পাশাপাশি নির্দেশ অমান্যকারী ক্লাবগুলির ক্ষেত্রে পুরসভা কী ব্যবস্থা নিয়েছে সেই সংক্রান্ত রিপোর্টও আগামী শুনানির দিন পেশ করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ৩১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
যদিও পুরসভা সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশের পর একাধিকবার তারা ওই চত্বরে অভিযান চালিয়েছে। ময়দান সংলগ্ন ফুটপাথের দোকানগুলিকে এর আগে একপ্রস্থ জরিমানা করে সতর্কও করা হয়। পাশাপাশি কাঠ ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে রান্না করার জন্য ময়দানের একাধিক ক্লাবকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। কিন্তু তাতে লাভ কিছু হয়নি।
কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল নির্দিষ্ট সময়ে অন্তর ভিক্টোরিয়ার ৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে পুরসভাকে অভিযান চালাতে হবে। কেউ কাঠ কয়লা, কেরোসিন বা অন্যান্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছেন কিনা দেখতে হবে এবং প্রতিটি অভিযানের তথ্য পুরসভাকে নথিভুক্ত করতে হবে। এছাড়াও কতজনকে পরিবেশবান্ধব জ্বালানি সরবরাহ করা হচ্ছে তারও হিসাব রাখতে হবে।