শেষ আপডেট: 11th November 2024 15:10
দ্য ওয়াল ব্যুরো: পুজোর ছুটির মধ্যেই কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে জামিনের আবেদন করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কিন্তু সেই মামলা অবকাশকালীন বেঞ্চ থেকে নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আজ সেই মামলা উঠেছিল আদালতে।
আদালতে সন্দীপের আইনজীবী জানান, আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে বেআইনিভাবে আটকে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতেও পেশ করা হচ্ছে না। তাঁকে যেন জামিন দেওয়া হয়। কিন্তু আবেদনে কান দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পষ্টাপষ্টি জানিয়ে দেন জামিনের আবেদন করতে হবে নিম্ন আদালতেই।
আদালতের পর্যবেক্ষণ, গোটা বিষয়টা সিবিআইয়ের বিশেষ আদালতের এক্তিয়ারে রয়েছে। হাইকোর্ট তাদের এড়িয়ে এর মধ্যে হস্তক্ষেপ করতে পারে না।
আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে গত ১৫ সেপ্টেম্বর তাঁকে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই তাঁর ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল হয়েছে।