শেষ আপডেট: 3rd December 2024 23:45
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের ঘটনায় শহরে প্রতিবাদ সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারই 'খোলা হাওয়া' নামে একটি সংগঠন সভা করতে চেয়ে আদলতের দ্বারস্থ হয়েছিল।
আগামী বৃহস্পতিবারের সভায় অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে আদালতের তরফে এদিন বেশকিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে।
বিচারপতি জানিয়েছেন, অবস্থান বিক্ষোভ, সভা হোক বা মিছিল; সরকারি সম্পত্তি ভাঙচুর বা সরকারি কর্মীদের উপর কোনওরকম হামলার ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
ওপার বাংলায় হিন্দুদের উপর লাগাতার হামলার প্রতিবাদে ৫ ডিসেম্বর দুপুর ১২টা থেকে সন্ধে ৬টা অবধি রানি রাসমনি অ্যাভিনিউতে ধরনা অবস্থান করতে চায় ‘খোলা হাওয়া’ নামে সংগঠনটি। এদিন বিচারপতি অবস্থানের অনুমতি দিয়েছেন। এর আগেও মালদহের একটি মামলায় এমন পর্যবেক্ষণ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে। যা নিয়ে চরম সমালোচনার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের অন্তবর্তী ইউনুস সরকারকে। বাংলাদেশের সংখ্যালঘুরাও এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই আবহে কলকাতায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে একটি প্রতিবাদ সভার অনুমতি দিল হাইকোর্ট।
আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য সতর্ক থাকতে হবে পুলিশকে। অশান্তি হলেই সে ক্ষেত্রে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে বলেও জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।