শেষ আপডেট: 27th January 2025 18:37
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ক্যামাক স্ট্রিট শোরুমে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল সংস্থা। উপলক্ষ পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরন ।
গত বছর ধনতেরসে যাঁরা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের স্টোর থেকে গয়না কিনেছিলেন ,তাঁদের বিল নম্বরের ওপর লাকি ড্র হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য , সারা ভারত জুড়ে একশো সত্তরটি স্টোর রয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের। সব স্টোরের ক্রেতাদের নিয়েই হয়েছিল এই লাকি ড্র। ধনতেরসের পুরস্কার ঘোষণার জন্য এই সময়টা কেন বেছে নেওয়া হল?
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর শুভঙ্কর সেন বললেন,'অক্ষয় তৃতীয়া,ধনতেরস আর ভ্যালেনটাইন'স ডে-তে প্রায় সকলেই গয়না কেনেন। সামনেই ভ্যালেনটাইন'স ডে। ভালবাসার দিনের আবহে প্রিয় ক্রেতাদের হাতে পুরস্কার তুলে দিতে চেয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।'
লাকি ড্রয়ের পুরস্কার ছিল তিনটে ইভি গাড়ি ও পনেরোটা আই ফোন সিক্সটিন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পুরস্কার পেয়েছেন ক্রেতারা। এদিন শুভঙ্কর সেনের হাত থেকে ইউভি কার পুরস্কার নিলেন তারকেশ্বর শোরুমের ক্রেতা সুমিতা মন্ডল ও আমতলা শোরুমের ক্রেতা রাজেশ্বর সিনহা। আই ফোন প্রাপকদেরও কয়েকজন এদিন উপস্থিত ছিলেন।
ভ্যালেন্টাইন্স ডে আসছে। এই উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের প্রতিটা শোরুমে এসেছে নতুন কালেকশন। বিশেষ অফারও থাকবে ক্রেতাদের জন্য।