শেষ আপডেট: 20th October 2024 20:07
দ্য ওয়াল ব্যুরো: অগ্নিমূল্য বাজারে নিয়ন্ত্রণ আনতে আগেই টাস্কফোর্স গড়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই টাস্কফোর্স প্রতিনিয়ত বাজারের দাম পর্যবেক্ষণ করছে এবং চাহিদা অনুযায়ী যাতে জোগান থাকে, সে ব্যাপারেও নিশ্চিত করছে। এই মুহূর্তে বাজারের দাম কলকাতা ও রাজ্যের প্রায় সর্বত্র নিয়ন্ত্রণেই রয়েছে। বাজারের তুলনায় সবসময়ের মতো সুফল বাংলার স্টলে কম দামে সবজি, আলু ও পিঁয়াজ পাওয়া যাচ্ছে।
উৎসবের মরশুমে ছ্যাঁকা লাগার মতো অবস্থা হয়েছিল বাজারের। নিয়ন্ত্রণে তড়িঘড়ি পদক্ষেপ করে সরকার। তারপরই বাজারের দাম নিয়ন্ত্রণে আসে। পুজোর মধ্যেই আলুর জোগান বাড়ানো হয়েছে। বর্তমানে কলকাতায় জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩০-৩২ টাকায় এবং জেলার অন্যান্য বাজারে বিক্রি হচ্ছে ২৬-২৭ টাকায়।
সরকারের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যের হিমঘরে ১৯ লক্ষ্য মেট্রিকটন আলু আছে। নতুন আলু আসার আগে পর্যন্ত এই পরিমাণ যথেষ্ট। কলকাতা ও শহরতলির সুফল বাংলা বিপণি থেকে জ্যোতি আলু এখন ২৭ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।
নাসিক থেকে আসা পিঁয়াজের ওপর নির্ভরশীলতা কমাতে সুখসাগর পিঁয়াজ সরাসরি চাষির ঘর থেকে আনা হচ্ছে সুফল বাংলায়। জানা গেছে, ২০০ টনেরও বেশি সুখসাগর জাতের পিঁয়াজ সংগ্রহ করা হয়েছে।
এছাড়াও টমেটো, কাঁচা লঙ্কার মতো সবজিও, যার দাম বর্তমানে বেশি, তা ১৫ থেকে ২০ শতাংশ কম দামে রাজ্যের বিভিন্ন বাজারে দিচ্ছে সরকার।
সুফল বাংলায় বর্তমানে পিঁয়াজ ৪০ টাকা, টমেটো ৬৫ টাকা, শসা ৩৫ টাকা, পটল ৪৫ টাকা, করলা ৪৫ টাকা, ঝিঙে ৪৫ টাকা ও বেগুন (গড়িয়া) ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।