শেষ আপডেট: 1st September 2024 08:11
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে নিউটাউনে ইকো পার্কের সামনে ব্যবসায়ীকে গুলি করে হত্যার নেপথ্যে ব্যবসায়িক রেষারেষি থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজে নেমেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যবসায়ীর নাম নাসিমুদ্দিন খান। বাড়ি ভাঙড়ে। ইটের ব্যবসায়ী নাসিমুদ্দিন শনিবার রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই তাঁর উপর দুষ্কৃতী হামলা হয়।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, উল্টো দিক থেকে বাইকে করে দুই দুষ্কৃতী এসে নাসিমুদ্দিনের উপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিহত ব্যবসায়ীর পরিজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানার চেষ্টা করছে, সম্প্রতি ব্যবসায়িক কোনও গোলমালে নাসিমুদ্দিন জড়িয়েছিলেন কিনা। কেউ কাউকে অতীতে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল কিনা, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
তবে এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। বাসিন্দারা বলছেন, শনিবার রাতে যেভাবে ব্যবসায়ীকে গুলি করা হল, তারপরে তো রাস্তা দিয়ে হাঁটাচলা করাও যথেষ্ট ঝুঁকির। কারণ, রাতের দিকে ইকো পার্কের ওই এলাকায় এমনিতেই লোকজন কম থাকেন। জায়গাটিও খুব সুরক্ষিত নয় বলে দাবি। ফলে শনিবারের রাতের ঘটনার পর কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছেন, বাইকে করে এসে দুজন দুষ্কৃতী ওই যুবককে লক্ষ্য করে গুলি চালায়। তখন সে ইকো পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। গুলির শব্দ শুনে স্থানীয়রাই ছুটে আসে ঘটনাস্থলে। লোকজনের ভিড় দেখে চম্পট দেয় আততায়ীরা। এরপর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রাই।
প্রসঙ্গত, আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদে মুখর শহর তথা রাজ্য। রাতের কলকাতা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। এর মধ্যেই আবার গুলি চলার ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে, এত বেআইনি অস্ত্র শহরে ঢুকছে কীভাবে?