শেষ আপডেট: 4th February 2025 12:46
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বিদ্যাসাগর সেতু লাগোয়া রবীন্দ্র সদনের কাছে। একটি যাত্রীবাহী বাস পরপর একাধিক গাড়িতে ধাক্কা মারে। অনুমান, কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বাসটি। তাতেই ঘটে এই দুর্ঘটনা।
যাত্রীবাহী বাস পরপর গাড়িতে ধাক্কা মেরে ফুটপাতের রেলিংয়ে ধাক্কা মারে। এই ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছে। এই ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটির গতি অনেক বেশি ছিল। তার কারণেই বিপত্তি ঘটেছে।
সূত্রের খবর, ধুলাগড় থেকে নিউটাউন যাচ্ছিল বাসটি। রবীন্দ্রসদনের কাছে ব্রিজ থেকে নামার পরই রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে। কয়েকটি প্রাইভেট কার এবং একটি ম্যাটাডোর ক্ষতিগ্রস্ত হয়েছে বাসের ধাক্কায়। এই ঘটনার পর ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ ইতিমধ্যে বাসচালক এবং কন্ডাক্টরকে আটক করেছে। বেপরোয়া গতিতে বাস চালানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। তবে বাসে ব্রেকের কোনও সমস্যা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে স্বস্তির ব্যাপার বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। যে জায়গায় এমন ঘটনা ঘটেছে সেখানে অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারত।