শেষ আপডেট: 8th August 2024 15:46
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে জানান, তাঁকে গান স্যালুট দেওয়া হবে। তবে আদৌ বুদ্ধবাবুর পরিবার তাতে সম্মতি জানাবে কিনা সে নিয়ে সন্দেহ আছে। তবে আপাতত বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডেই রাখা থাকবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। শুক্রবার রয়েছে একাধিক কর্মসূচি।
আগামীকাল অর্থাৎ শুক্রবার পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বিধানসভার উদ্দেশে রওনা দেবে সকাল সাড়ে ১০টায়। বিধানসভা ভবনে পৌঁছনোর কথা, সকাল সাড়ে ১১টা নাগাদ। সেখানেই কিছুক্ষণ শায়িত থাকবে তাঁর মৃতদেহ। এরপর দুপুর ১২টায় বুদ্ধবাবুর মরদেহ নিয়ে যাওয়া হবে মুজফফর আহমেদ ভবন, সেখানে ৩.১৫ মিনিট পর্যন্ত তাঁর দেহ শায়িত থাকার কথা। সেখান থেকে দীনেশ মজুমদার ভবন এবং তারপর দেহদানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে আসা হবে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বিকেল ৪টেয় হবে দেহদান।
বৃহস্পতিবার দুপুর ১২টার কিছু পরে বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারের সঙ্গে দেখা করার পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, বুদ্ধবাবুর দল এবং তাঁর পরিবার যেমনভাবে চাইবে তেমনভাবেই তাঁকে সম্মান জানানো হবে। রাজ্য পুলিশ সবরকম সহযোগিতা করবে। চাইলে তাঁর মরদেহ নন্দনেও রাখা যেতে পারে, বিধানসভাতেও আনা যেতে পারে। তবে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে, বুদ্ধবাবুর মরদেহ নন্দন বা রবীন্দ্র সদনে যাবে না। আর রাজ্য সরকারের তরফে গান স্যালুটও নেওয়া হবে না।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কয়েক মাস আগে শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। চিকিৎকসদের পরামর্শ ছিল তিনি কিছুদিন হাসপাতালেই পর্যবেক্ষণে থাকুন। কিন্তু নিজের বাড়িতেই ফিরে যেতে চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই বাড়িতে চিকিৎসা চলছিল তাঁর। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ে নিজের দু-কামরার ছোট্ট ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধবাবু।