শেষ আপডেট: 9th August 2024 13:00
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু পর পিস ওয়ার্ল্ড থেকে বের করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। এরপর শোকযাত্রা করে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেইখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান শাসক-বিরোধী সকলেই।
বিধানসভায় কার্যত অভাবনীয় ছবি ধরা পড়ল শুক্রবার। বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহকে কেন্দ্র করে দেখা গেল শাসক-বিরোধী দলের অনেককেই। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি দেখা গেল বিজেপির শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষদেরও। ফুলের মালা দিয়ে তাঁরা সকলে শ্রদ্ধা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মরদেহ সারারাত রাখা হয়েছিল পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকালে বিধানসভার পর দুপুর ১২টায় বুদ্ধবাবুর মরদেহ নিয়ে যাওয়া হবে মুজফফর আহমেদ ভবন, সেখানে ৩.১৫ মিনিট পর্যন্ত তাঁর দেহ শায়িত থাকার কথা। সেখান থেকে দীনেশ মজুমদার ভবন এবং তারপর দেহদানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে আসা হবে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বিকেল ৪টেয় হবে মরণোত্তর দেহদান।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে জানান, তাঁকে গান স্যালুট দেওয়া হবে। তবে শুক্রবার সিপিএম নেতা মহম্মদ সেলিম স্পষ্ট জানান, গান স্যালুটের কোনও প্রশ্ন নেই। ভুল খবর প্রচার হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য সারাজীবন আড়ম্বরহীন জীবনযাপন করেছেন, তাঁর শেষ যাত্রাতেও কোনও আড়ম্বর থাকবে না।