এসএসকেএম হাসপাতাল
শেষ আপডেট: 8th November 2024 19:36
দ্য ওয়াল ব্যুরো: স্তন ক্যানসার নির্ণয়ে বিশ্বের প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল হল এসএসকেএম হাসপাতালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ 'হু'-এর সঙ্গে যৌথ উদ্যোগে গবেষণা চালানো হচ্ছে বাংলার এই প্রথম সারির সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে। পাড়ায় পাড়ায় গিয়ে মহিলাদের স্তন ক্যানসার পরীক্ষা করা হচ্ছে।
দুই বাঙালি ডাক্তার দীপ্তেন্দ্র সরকার এবং পার্থ বসুর উদ্যোগে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে নজিরবিহীন অগ্রগতি হয়েছে। দীপ্তেন্দ্র সরকার বলছেন, ক্যাম্পে ক্যাম্পে গিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে, স্তনে কোনও লাম্প আছে কি না। যদি পাওয়া যায়, তাহলে ওই ছোট্ট ডিভাইস দিয়েই ক্যান্সার কি না তা নির্ণয় করা হয়। ধরা পড়লে হাবে বা স্পোকে রেফার করে দেওয়া হবে।
পরিসংখ্যান বলছে রাজ্যে যতজন ক্যানসারে আক্রান্ত হন, তাঁদের মধ্যে ১৩ শতাংশেরই স্তন ক্যান্সার দেখা যায়। খুব সহজেই আল্ট্রাসাউন্ড যন্ত্র দিয়ে ক্যান্সার নির্ণয় করা যাচ্ছে। ইতিমধ্যেই প্রথম ফেজের ট্রায়াল শুরু হয়ে গেছে। দুয়ারে দুয়ারে গিয়ে স্তন ক্যানসার নির্ণয় করাই গবেষণার মূল লক্ষ্য।
রাজ্যের প্রত্যন্ত সব এলাকা ঘুরে এখনও পর্যন্ত ৫৯ লক্ষ মহিলার স্ক্রিনিং করা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্তন ক্যানসার প্রতিরোধ করতে গেলে শুরুতেই রোগ নির্ণয় হওয়া জরুরি। তাহলেই সহজে চিকিৎসা শুরু করা যায়।