শেষ আপডেট: 25th January 2025 20:41
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার শুরু হচ্ছে ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবার বইপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। বইমেলা উপলক্ষ্যে রবিবারও শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে চলবে মেট্রো। এর ফলে, মেলামুখী দর্শকদের বেশ খানিকটা সুবিধা হবে।
এই রুটে রবিবার মেট্রো চলাচল বন্ধ থাকে সাধারণত। তবে বইমেলার জন্য ২ ও ৯ ফেব্রুয়ারি, এই দুই রবিবার মেট্রো চলবে। এই দুদিন দুপুর ২টো ১৫ মিনিট থেকে শুরু হবে মেট্রো পরিষেবা, চলবে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে ৯টা ৪০ মিনিটে। মেট্রো পাওয়া যাবে প্রতি ১২ মিনিট অন্তর। এছাড়া, অন্যান্য দিনের মতো সোম থেকে শনিবার পর্যন্ত মেট্রো চলবে ১২ মিনিট অন্তর, তবে দুপুর ২টা ১৫ মিনিট থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত।
২৮ জানুয়ারি বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে, বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে করুণাময়ী প্রাঙ্গণে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়েছে। সেখানে মেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন বিধাননগর কমিশনারেট, বিধাননগর পুরনিগম, কেএমডিএ, দমকল-সহ অন্যান্য শীর্ষ স্তরের কর্তারা।
বৈঠক শেষে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার বলেন, 'বইমেলার নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা লাগানো থাকবে, পুলিশি নজরদারি থাকবে।' দমকল মন্ত্রী সুজিত বসু জানান, 'বইমেলার প্রাঙ্গণে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও মজবুত করা হচ্ছে। স্টলগুলির অলিগলিতে অগ্নিসংযোগ রোধ করতেও ব্যবস্থা থাকবে। এছাড়া অত্যাধুনিক ফায়ার রোবট, ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জামও রাখা হবে।'