শেষ আপডেট: 29th April 2024 14:17
দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবারের পর ফের সোমবার। তিন দিনের মধ্যে আবারও কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। সোমবার বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে হুমকি ইমেল আসে। ভরদুপুরে বিমানন্দরের অন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি বিমানবন্দরের ভিতরে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে।
সূত্রের খবর, এদিন বিমানবন্দরের ম্যানেজারের কাছে যে হুমকি মেলটি আসে তাতে লেখা ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা লুকনো রয়েছে। যে কোনও মুহূর্তে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা আরও বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ। যাত্রীদের প্রবেশের সময়ে জোরকদমে তল্লাশি চলছে। স্নিফার ডগ নিয়ে চিরুনি তল্লাশিতে নেমেছেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা।
জানা গেছে, শুধুমাত্র কলকাতা বিমানবন্দরেই নয়, এমন হুমকি ইমেল দেশের আরও একাধিক বিমানবন্দরে গিয়েছে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এনিয়ে এফআইআর দায়ের করেছে। মেল কোথা থেকে পাঠানো হচ্ছে, কারা রয়েছে এর নেপথ্যে, সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে বারে বারে একই হুমকি মেল আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিমানবন্দরের কর্মীদের মধ্যেও। সিআইএসএফদের তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা বিমানবন্দরে সম্প্রতি বিমান হাইজ্যাক করার হুমকিও দেওয়া হয়েছে। এরই মধ্যে একবার বিমানে বোমা রাখা আছে বলে চিৎকার করতে থাকেন এক যাত্রী। মাঝরাতে ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের ওই বিমানের। কিন্তু যাত্রীর চিৎকারে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। তড়িঘড়ি এয়ারপোর্টে চলে আসে বম্ব স্কোয়াড, পুলিশ কুকুর। যিনি চিৎকার করছিলেন তিনি ব্রিটিশ নাগরিক। জেরায় তিনি বলেছিলেন, তাঁকে নাকি একজন খবর দিয়েছিল যে এয়ারপোর্টে বোমা রাখা আছে। পরে সেই ব্যক্তির বাবা জানান, তাঁর ছেলে বিরল মানসিক রোগে আক্রান্ত। এমন ঘটনা লাগাতার ঘটতে থাকায় বিমানবন্দরে নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে সিআইএসএফ।