শেষ আপডেট: 10th November 2024 18:48
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইগামী কলকাতার বিমানে বোমাতঙ্ক। বোমা আছে বলে ফোন আসে ইন্ডিগোর কাছে। তারপরই যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। রবিবার দুপুরে বিমানটি কলকাতা থেকে ছাড়ার কথা ছিল।
গত কয়েকমাস ধরে একাধিকবার বোমাতঙ্কের খবর আসে। বোমাতঙ্ক ছড়ায় কলকাতা বিমানবন্দরেও। কড়া পদক্ষেপের বার্তা দেয় কেন্দ্রীয় সরকার। অভিযোগ প্রমাণ হলে বিমানে ওঠা নিষিদ্ধ করার কথাও জানানো হয়। তারপরও সেই একই ঘটনা। রবিবার দুপুরে চেন্নাইগামী ইন্ডিগো বিমানে চেক ইনের পর যাত্রীদের ওঠানোর প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। বিমান ছাড়ার আগে উড়ো ফোন আসে। বলা হয় বিমানে বোমা রয়েছে। তড়িঘড়ি যাত্রীদের নামানো হয় বিমান থেকে।
তারপর সেটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। তারপর কলকাতা বিমানবন্দরের বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি তল্লাশি চালায় বিমানে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে, এই প্রক্রিয়া সময় সাপেক্ষ ফলে ৩টেয় ছাড়ার কথা থাকলেও এখনও বিমানটি কখন ছড়াবে তা জানা যায়নি। ভোগান্তিতে যাত্রীরা।
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই ঘটনা হয়েছে। বোমা রাখা রয়েছে এমন খবর পেয়ে ১১টি বিমানকে জরুরিভিত্তিতে অবতরণ করানো হয়েছে। তবে, কোনওটিতেই কিছু পাওয়া যায়নি।