শেষ আপডেট: 28th June 2024 14:39
দ্য ওয়াল ব্যুরো: ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে। সূত্রের খবর, এদিন কলকাতা থেকে পুণে যাওয়ার এয়ার এশিয়ার ফ্লাইটে (আই৫-৩১৯ ) বোমাতঙ্ক ছড়ায়।
জানা যাচ্ছে, বিমানটিতে একশোর উপরে যাত্রী ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইটটিকে ইতিমধ্যেই রানওয়ে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় বম্ব স্কোয়াডের সদস্যরা। তাঁরা সংশ্লিষ্ট বিমানটি পরীক্ষা করে দেখছেন কোথাও কোনও বিস্ফোরক রয়েছে কিনা।
বিমানবন্দর সূত্রের খবর, ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।এর আগে, এপ্রিল মাসে পরপর বোমা-হুমকি এসেছিল কলকাতা বিমানবন্দরে।
জানা যাচ্ছে, শুক্রবার সকালে কলকাতা থেকে পুণের উদ্দেশে বিমানটি রওনা দেওয়ার ঠিক আগের মুহূর্তে খবর আসে, যে বিমানের ভেতরে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে ওই বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। তারপরই তল্লাশিতে নামেন সিআইএসএফ ও বম্ব স্কোয়াডের সদস্যরা।