শেষ আপডেট: 15th January 2025 22:05
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় ফের উদ্ধার মহিলার গলা কাটা দেহ। এবার ঘটনাস্থল নবীনা সিনেমা হলের পিছনে রাজেন্দ্র প্রসাদ কলোনি। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে গলা কেটে খুন করা হয়েছে।
রাজেন্দ্র প্রসাদ কলোনিতে ওই দেহ স্থানীয়রা প্রথমে দেখতে পান। পুলিশে খবর দিলে তারা এসে উদ্ধার করে পাশের এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলার নাম নাফিসা খাতুন। বয়স ৪০-এর আশপাশে। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মনে করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে তাঁকে। সেই অস্ত্রেরই বর্তমানে খোঁজ চালাচ্ছে পুলিশ।
দেহটির ময়নাতদন্ত হলে বাকি বিষয় সামনে আসবে।
১৩ ডিসেম্বর গল্ফগ্রিন থানা এলাকায় এভাবেই এক মহিলার কাটা মুণ্ডু উদ্ধার হয়েছিল। দেহাংশ উদ্ধার হয়েছিল রিজেন্ট কলোনি থেকে। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের এমন ঘটনা সামনে আসায় আতঙ্কে স্থানীয়রা। নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।