শেষ আপডেট: 4th January 2025 13:37
দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতায় ফের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার সাতসকালে রেসকোর্স এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যদিও কী কারণে তাঁর মৃত্যু হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন যুবক।
সূত্রের খবর, রেসকোর্স এলাকার রাস্তার ধারের টিনের শেডের পাশে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন। গামছা জাতীয় কিছু দিয়ে তাঁর দেহ আধঝোলা অবস্থায় ছিল। দেহ দেখেই প্রত্যক্ষদর্শীরা থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মৃত যুবকের নাম সামশাদ বলে জানা গেছে। তিনি অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। পুলিশের প্রাথমিক অনুমান, টাকার অভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। সেই কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন। তবে যেখানে থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে সেখানে কেউ কীভাবে আত্মহত্যা করতে পারে, সেই প্রশ্ন সকলের মনে। রাস্তার ধারে কেউ আত্মহত্যা করছেন, অথচ কারও চোখে পড়ল না, এমনটা কীভাবে হতে পারে, সেই প্রশ্নই উঠছে।
পুলিশ ইতিমধ্যে সামশাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অনুমান করা হচ্ছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে এখনও পর্যন্ত পুলিশ এমন কোনও লক্ষণ পায়নি যা দেখে বলা যায়, সামশাদ খুন হয়েছেন। তবে অন্য কোথাও তাঁকে শ্বাসরোধ করে খুন করে ঘটনাস্থলে দেহ ছেড়ে যাওয়া হয়ে পারে বলে সন্দেহ থেকেই যাচ্ছে।