শেষ আপডেট: 11th December 2024 23:39
দ্য ওয়াল ব্যুরো: শহরে ফের উদ্ধার হল পচাগলা দেহ। বুধবার রাতে দক্ষিণ কলকাতার জোকায় একটি প্লাস্টিকে মোড়া দেহ পাওয়া যায়। রাস্তার ধারে আবর্জনার মধ্যে পড়ে ছিল সেটি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাল ঠাকুরপুকুর থানার পুলিশ।
জোকার ইসমাইল রোডে পচা গন্ধ পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা খবর দেন ঠাকুরপুকুর থানায়। পুলিশ বুধবার এলাকায় পৌঁছে দেখতে পায় একটি দেহটি। প্লাস্টিকে ভাল করে মোড়া ছিল। ওপর থেকে দেখে বোঝার উপায় নেই। তারপরই দেহটি উদ্ধার করে নিকটবর্তী বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের তরফে জানানো হয়েছে, দেহটিতে পচন ধরেছে। পরিচয় এখনও জানা যায়নি। কেউ দেহ প্যাকিং করে ফেলে গেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
কিছুদিন আগেই তারাতলায় রেললাইনের ধার থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। মহিলার গলায় কাটা দাগ ছিল। খুন বলে প্রাথমিকভাবে অনুমান করে পুলিশ। সেই ঘটনার রেশ কাটার আগেই তারাতলার কাছেই জোকা থেকে মিলল দেহ। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।