উদ্ধার মহিলা ব্যাঙ্ক কর্মীর দেহ
শেষ আপডেট: 7th December 2024 13:43
দ্য ওয়াল ব্যুরো: চেতলার রাজা সন্তোষ রোডের হোটেল থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মহিলা কর্মীর দেহ উদ্ধার। পুলিশের প্রাথমিক অনুমান বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। মৃত ব্যাঙ্ক কর্মীর নাম সমনা মণ্ডল (৩৫)।
পুলিশ সূত্রে খবর, গতকাল চেতলার রাজা সন্তোষ রোডের একটি হোটেল ভাড়া করেছিলেন ওই মহিলা। রাতের খাওয়াও তিনি খাননি বলেই জানা গিয়েছে। আজ সকালে তাঁর যখন চেকআউটের সময়, তখন হোটেলের কর্মীরা তাঁকে ডাকতে যান। ভেতর থেকে কোনও রকম সাড়া শব্দ মিলছিল না। দীর্ঘক্ষণ উত্তর না পাওয়ার পর হোটেল কর্মীরা চেতলা থানায় খবর দেন। তড়িঘড়ি চেতলা থানার পুলিশ এসে ঘরের ভেতর ঢুকে দেখতে পান অচৈতন্য অবস্থায় মহিলার দেহ পড়ে আছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই মহিলা ব্যাঙ্ক কর্মী বিষ খেয়েই আত্মহত্যা করেছেন। পারিবারিক অশান্তি থেকে এই ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে সেই বিষয়টা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট সামনে এলেই মৃত্যু আসল কারণ জানতে পারা যাবে বলে জানিয়েছেন তাঁরা। ঘটনার তদন্ত চলছে।
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতার এক আবাসনের ১৯ তলা থেকে পড়ে মৃত্যু হয় এক কিশোরের। তাকে আদৌ কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছিল নাকি নিজেই ঝাঁপ দিয়েছে, তা জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ।