শেষ আপডেট: 5th February 2025 11:24
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের পিছনে নগর দায়রা আদালত চত্বরে এক বিচারকের দেহরক্ষীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বুধবার সকালে। আদালত ভবনের নীচের তলায় ওই দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁর মাথায় গুলির চিহ্ন ছিল। আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, সকাল প্রায় সাতটা নাগাদ আদালত চত্বরে দেহটি উদ্ধার হয়। চেয়ারে বসা অবস্থাতেই গুলিবিদ্ধ ছিলেন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞ ও লালবাজারের পুলিশ তদন্তে নেমেছেন। ঘটনাস্থল থেকে ওই দেহরক্ষীর সার্ভিস বন্দুক ৯ এমএম পিস্তলও উদ্ধার হয়েছে। তবে ঠিক কীভাবে এই মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই দেহরক্ষী নিজেই সার্ভিস বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি আদালত চত্বরে রাতের বেলায় এসেছিলেন, সে প্রশ্নের উত্তর মেলেনি। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এই মৃত্যুর পেছনে ব্যক্তিগত কোনও সমস্যা, পেশাগত চাপ, না কি অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পেলে স্পষ্ট হবে মৃত্যুর কারণ।