শেষ আপডেট: 17th October 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগরে তরুণীর দেহ উদ্ধারের ঘটনা নিয়ে এখন তোলপাড় চলছে। এরই মধ্যে কলকাতার হরিদেবপুরে চাঞ্চল্য ছড়াল। একটি নির্মীয়মাণ আবাসনের নীচ থেকে উদ্ধার হলে রক্তাক্ত দেহ। হরিদেবপুরের সবুজ পার্কে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ এসে দেহ উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলেই ঘোষণা করা হয়।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কালু দে, তাঁর বয়স ৪৫-এর আশেপাশে। বৃহস্পতিবার সকালেই সবুজ পার্কের একটি আবাসনের নীচ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তাঁদের অনুমান, বন্ধুদের মধ্যে কেউই কালুকে খুন করেছে। তবে পুলিশ এখনও এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেয়নি।
এদিকে কালুর পরিবারের তরফে অভিযোগ, বন্ধুদের সঙ্গে হামেশাই নেশাভান করত সে। তারাই তাঁকে খুন করেছে। যে আবাসনের নীচ থেকে দেহ উদ্ধার হয়েছে সেখান থেকেই তাঁকে ধাক্কা মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ। কালুর শরীরে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে। বিশেষ করে পেটে এবং মুখে আঘাত রয়েছে। অনুমান করা হচ্ছে, খুনের আগে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছিল।
পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় কালুর এক বন্ধুকে আটক করেছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। সন্দেহ করা হচ্ছে, গণপিটুনির পর কালুকে ধাক্কা মেরে ফেলা দেওয়া হয়। তার আরও কয়েকজন বন্ধুর খোঁজ শুরু করেছে পুলিশ।