শেষ আপডেট: 21st February 2024 16:47
দ্য ওয়াল ব্যুরো: তাঁর বিরুদ্ধে ‘যৌনগন্ধী’ গল্প বলার অভিযোগ করা হয়েছে। এই বিষয় নিয়ে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাবদিহি চেয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। ঘটনা নিয়ে অস্বস্তি বেড়েছে শাসক শিবিরের অন্দরে। এটাকেই এবার হাতিয়ার করল বিজেপি। তাঁরা অনন্যার বিরুদ্ধে গেল থানায়। তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারি চেয়ে রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চা নিউ মার্কেট থানায় এফআইআর দায়ের করে।
পুরসভার অধিবেশনে কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন তৃণমূলের ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্যও। তারপরই অনন্যার জবাব তলব করেন মেয়র। অনন্যার বিরুদ্ধে মূল অভিযোগ তিনি বিশেষ ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন। এই ঘটনাকেই হাতিয়ার করে বুধবার বিজেপির সংখ্যালঘু মোর্চা তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারির দাবি তুলে হাজরা মোড় থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাঁদের বাধা দিয়েছে বলে অভিযোগ।
কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় একটি গল্প বলেন যা নিয়েই বিতর্ক শুরু হয়েছে। তিনি যখন এই গল্প বলছেন তখন আপত্তি জানিয়ে চিৎকার করে ওঠেন বিজেপির দুই কাউন্সিলর বিজয় ওঝা ও সজল ঘোষ। দাবি করা হয়, তিনি নির্দিষ্ট একটি ধর্মকে অপমান করেছেন। তাঁরা ওই বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার কথা বলেন। তৃণমূলের অন্য কাউন্সিলর সুস্মিতাও একই দাবি করেন।
সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেয়েছিল বিজেপি। সেখানে বিধায়কদের তরফে পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিককে ‘খালিস্তানি’ বলে মন্তব্য করার অভিযোগে এখন তোলপাড় রাজ্য। তৃণমূল কংগ্রেস অনন্যার বিরুদ্ধে বিজেপির গ্রেফতারির দাবিকে এই খালিস্তানি ইস্যুর পাল্টা হিসেবে দেখছে। তাঁদের ধারণা, চাপে পড়েই এখন অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করছে গেরুয়া শিবির।