Date : 18th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেঙ্গালুরুতে আবাসনের নিকাশি থেকে বেরিয়ে এল মাথার খুলি-হাড়গোড়! চক্ষু চড়কগাছ কর্মীদেরUPSC NDA & CDS II 2025: বাড়ল সময়সীমা, হাতে মাত্র ২ দিন, জেনে নিন কীভাবে আবেদন করবেনরিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে চার হাজার কোটি টাকার ঋণ নিল নবান্ন ওবিসি-বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, কী বললেন মমতা? তারকেশ্বর মন্দিরের কৌশলেই দিঘায় রথের ভিড় সামলানোর ভাবনা প্রশাসনের, কী সেই কৌশল?নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? কালীগঞ্জের উপ নির্বাচন নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমারএখনও পর্যন্ত ভর্তি পোর্টালে কতজন নথিভুক্ত হলেন, কটি আবেদন জমা পড়ল? তথ্য দিলেন ব্রাত্যপ্রতিদিন খালি পেটে ভেজানো কিশমিশ, আপনার শরীর ভাল রাখার গোপন টনিক, কী বলছেন বিশেষজ্ঞরা৩ হাজার টাকা দিলেই সারাবছর টোল ফ্রি যাতায়াত! ফাস্টট্যাগে বিরাট সুবিধা নিয়ে হাজির কেন্দ্রটি-টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশ, গ্রুপ পর্বেই ভারত-পাকিস্তান ম্যাচ
Jobless Teachers

SSC: 'ধৈর্য রাখুন, শর্তহীনভাবে পাশে আছি', চাকরিহারাদের ধিক্কার মঞ্চ থেকে বার্তা শুভেন্দুর

পুলিশি লাঠিচার্জ এবং সরকারের উদাসীন মনোভাবের বিরোধিতায় শুক্রবার রাজ্যজুড়ে 'ধিক্কার দিবস' পালনের ডাক দিয়েছিলেন প্রতিবাদী চাকরিহারারা। 

SSC: 'ধৈর্য রাখুন, শর্তহীনভাবে পাশে আছি', চাকরিহারাদের ধিক্কার মঞ্চ থেকে বার্তা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী

শেষ আপডেট: 16 May 2025 20:43

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে চাকরিহারাদের (Jobless Teachers) সঙ্গে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যক্কারজনক এবং দুর্ভাগ্যের। শুক্রবার তাঁদের ডাকা 'ধিক্কার সভা' থেকে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সঙ্গে, নিঃশর্তভাবে 'যোগ্য' চাকরিহারাদের পাশে থাকার বার্তাও দিলেন তিনি।

পুলিশি লাঠিচার্জ এবং সরকারের উদাসীন মনোভাবের বিরোধিতায় শুক্রবার রাজ্যজুড়ে 'ধিক্কার দিবস' পালনের ডাক দিয়েছিলেন প্রতিবাদী চাকরিহারারা। তাঁরা এও জানিয়েছিলেন, দল নির্বিশেষে যে কেউ তাঁদের পাশে চাইলে দাঁড়াতে পারেন, তাঁদের মঞ্চে আসতে পারেন। সেই ডাকে সাড়া দিয়েই শুক্রবার সন্ধের কিছু পর চাকরিহারাদের মঞ্চে গেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে চাকরিহারাদের উদ্দেশে বলেন, ''আপনাদের শুধু কাজ সহ্য করা আর ধৈর্য রাখা। বাকি আমরা আপনাদের সঙ্গে আছি। শর্তহীনভাবে পাশে থাকবে আমার দল।''

শুভেন্দু প্রথমেই জানিয়ে দেন, তিনি কোনও পূর্ব শর্তে চাকরিহারাদের মঞ্চে আসেননি। তাঁর বক্তব্য রাখা বা ভাষণ দেওয়ার বাসনা ছিল না। কিন্তু তাঁকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, এতে তিনি কৃতজ্ঞ। এরপরই তিনি রাজ্য সরকারকে নিশানা করে বলেন, ''যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের এভাবে বঞ্চিত করে আদতে সমাজের ক্ষতি করছে এই সরকার। যে দুর্নীতি হয়েছে, যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে দল, মতামত নির্বিশেষে সকলে প্রতিবাদ করা উচিত।'' শুভেন্দুর কথায়, মতপার্থক্য থাকতেই পারে, রাজনৈতিক বিরোধও থাকতে পারে। কিন্তু এই অন্যায়কে সমর্থন করা যায় না। তাই সকলের উচিত ভোট দাও, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও এসব না বলে বিনা শর্তে প্রতিবাদী শিক্ষকদের পাশে দাঁড়ানো। 

চাকরিহারাদের মনোবল বাড়াতে শুভেন্দু বলেন, ''আপনারা যদি লক্ষ্য অবিচল থাকেন আর আপনাদের মধ্যে যদি সঙ্কীর্ণতা বা রাজনৈতিক দলাদলি না আসে, তাহলে এই লড়াই জেতা থেকে কেউ আটকাতে পারবে না।'' প্রতিবাদীরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত তাঁরা অবস্থান থেকে উঠবেন না। সেই প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতাও বলেন, তিনি মাঝে মাঝে প্রতিবাদে যোগ দিতে আসবেন এবং একদিন তাঁদের সঙ্গে রাতও জাগবেন। 


ভিডিও স্টোরি