শেষ আপডেট: 28th April 2024 14:46
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট চলাকালীন খাস কলকাতায় হিংসার অভিযোগ। আনন্দপুরে বিজেপির নেত্রীকে চপারের কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রচারে বেরিয়ে পোস্টার, ব্যানার লাগানোর সময় হামলার অভিযোগ ওঠে। গুরুতর জখম হয়েছেন বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার মণ্ডল সভানেত্রী সরস্বতী সরকার। এই ঘটনার প্রতিবাদে আনন্দপুর থানার সামনে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি। রবিবার দুপুরে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে থানা ঘেরাও করে গেরুয়া শিবির।
বিজেপির তরফে জানানো হয়েছে, শনিবার রাতে আনন্দপুরের চৌবাগা এলাকায় পোস্টার লাগাতে বেরিয়েছিলেন দলীয় নেতা-কর্মীরা। অভিযোগ, আচমকা তৃণমূলের লোকজন তাঁদের উপর চড়াও হয়। ছিঁড়ে দেওয়া হয় তাঁদের পোস্টার, ব্যানার। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কসবা মণ্ডলের সভানেত্রী সরস্বতী সরকারকে কোপানো হয়। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি নেত্রী। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনায় পুলিশমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
রবিবার সকালে সরবস্বতী সরকারের বাড়িতে যান দেবশ্রী চৌধুরী। তারপর তাঁকে সঙ্গে নিয়ে থানায় আসেন বিজেপি প্রার্থী। ওসির সঙ্গে দেখা করতে চান তাঁরা। সেসময় ওসি না থাকায় থানার সামনে বিজেপি কর্মীদের নিয়ে দেবশ্রী চৌধুরীকে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায়। চলতে থাকে স্লোগান। আন্দোলনরত বিজেপি কর্মীরা অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন। পুলিশের বিরুদ্ধেও সরব হয়েছে বিজেপি।
এদিকে হামলার কথা অস্বীকার করেছে ঘাসফুল শিবির। স্থানীয়রা বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বলে পাল্টা দাবি করেছেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।