শেষ আপডেট: 8th March 2024 19:55
দ্য ওয়াল ব্যুরো: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পর্ণশ্রী থানার সামনে বাঁধল ধুন্ধুমার কাণ্ড। শুক্রবার সন্ধে বেহালার ওই এলাকায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি এবং ডিওয়াইএফআই-এর নেতা-কর্মীরা। স্থানীয় সূত্রের খবর, এক তৃণমূল নেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তুলে এদিন থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। একই সময়ে সেখানে জমায়েত হয় ডিওয়াইএফআই। দুপক্ষের মধ্যে শুরু হয়ে ঝামেলা।
অভিযোগ, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় মাদক খাইয়ে দুই যুবতীকে গণধর্ষণ করা হয়েছে। । সূত্রের খবর, নির্যাতিতা এবং অভিযুক্ত প্রত্যেকেরই বাড়ি পর্ণশ্রী থানা এলাকাতেই। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পর্ণশ্রী থানার পুলিশ। ধৃত চারজনের বিরুদ্ধে ভারতী দণ্ডবিধির ৩৪১,৩২৩,৫০৬,৩২৮,৩৭৬ ডি ধারায় মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযুক্তদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনাটিতে অভিযুক্ত এক নাবালককে পাঠানো হয়েছে জুভেনাইল কোর্টে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে নির্যাতিতাতের পরিবারের সদস্যরা। আর তৃণমূল নেতা ঘটনাটিতে অভিযুক্ত বলে দাবি বিজেপির।
পুলিশ সূত্রের খবর, গত ৫ মার্চ এক বন্ধুর বাড়িতে জড়ো হন বেশ কয়েকজন যুবক-যুবতী। নির্যাতিতা এবং অভিযুক্ত, প্রত্যেকেই একে অপরের পরিচিত ছিলেন। মদ্যপানের পরেই সেখানেই দুই যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
এদিকে ঘটনাটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। এদিন পর্ণশ্রী থানা ঘেরাও করে প্রতিবাদ করেন গেরুয়া শিবিরের কর্মীরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। সেসময়ই ওই এলাকায় জমায়েত ছিল ডিওয়াইএফআই-এরও। দুপক্ষের প্রথমে বচসা থেকে পরে হাতাহাতি হয় বলেও স্থানীয় সূত্রের খবর। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।