শেষ আপডেট: 28th August 2024 11:43
দ্য ওয়াল ব্যুরো: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধ ঘিরে সকাল থেকেই একাধিক জায়গায় উত্তেজনা। এদিন বাড়ি থেকে বেরিয়ে দোকান বন্ধ করার কথা বলছিলেন বিজেপির সজল ঘোষ। সেই সময় বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ বলেন, 'সজল ঘোষ তোলাবাজ। যে মানুষ ওষুধের দোকান বন্ধ করে সে সমাজের বিরোধী।' উস্কানিমূলক কথা বলার অভিযোগে বিজেপি নেতা সজল ঘোষকে বাড়িতে গিয়ে আটক করল পুলিশ।
সেই সময় নিরাপত্তাপরক্ষীরা তাঁকে ঘিরে রাখেন। মুচিপাড়া থানার পুলিশও তাঁকে বের করে আনার চেষ্টা করেন। সজল ঘোষের সামনে হাতাহাতি শুরু হয় তৃণমূল-বিজেপির। এরপর সজল চলে যান বাড়িতে। তারপর বিশাল পুলিশ ঘিরে রাখে সজলের বাড়ি। পাল্টা তাঁর বাড়ির গেট পাহারা দেন মহিলারা। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এলাকায় যান। এরপরই বিজেপি নেতা সজল ঘোষকে বাড়ি থেকে আটক করে পুলিশ। এখন তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।