শেষ আপডেট: 12th March 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: বাকিতে ১০ প্যাকেট বিরিয়ানি (Biriyani) দিতে অস্বীকার করেছিলেন। খাস কলকাতায় ব্যবসায়ীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। নিউটাউনের (Newtown) সাপুরজি এলাকার ঘটনা। যদিও ঘটনার পর থেকেই পলাতক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ (Police)।
অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় নিউটাউনের সাপুরজি এলাকায় একটি বিরিয়ানির দোকানে অজয় সরদার নামে এক যুবক বাকিতে বিরিয়ানি চায়। কিন্তু দোকানের কর্মচারীরা তাকে বিরিয়ানি না দেওয়ায় রীতিমতো হুমকি দিতে থাকে এলাকায় দুষ্কৃতী বলে পরিচিত অজয়।
অভিযোগ, ওই যুবক মাঝে মধ্যেই দোকানে এসে তোলা চায় বলে। এমনকি অনেক সময় বাকিতে প্যাকেট প্যাকেট বিরিয়ানি নিয়ে গেলেও এক টাকাও দেয় না বলে অভিযোগ ব্যবসায়ী রূপম বিশ্বাসের। মঙ্গলবার দোকানে এসে বিনা পয়সায় দশ প্লেট বিরিয়ানি চায় অভিযুক্ত। কিন্তু তা দিতে অস্বীকার করায় দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ কিছুই হয়নি।
পরে খবর পেয়ে দোকানে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ জানিয়েছেন খোদ ব্যবসায়ী। উইকেট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় ওই বিরিয়ানি ব্যবসায়ীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রাতেই টেকনো সিটি থানায় অভিযোগ জানান ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করলেও দুষ্কৃতীর খোঁজ মেলেনি। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকার ব্যবসায়িদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা চেয়ে পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।