শেষ আপডেট: 4th February 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: চিনার পার্কে বাসের ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর। পুলিশ জানিয়েছে, ২১১ রুটের একটি বাস এসে সজোরে ধাক্কা মারে ওই বাইক আরোহীকে। যার জেরে ঘটনাস্থলেই পড়ে যান বাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
২১১ রুটের একটি বেসরকারি বাস বাগুইআটির দিক থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিল। বাইক আরোহী ওই বাসটির পিছনেই ছিলেন। লোকনাথ মন্দিরের কাছাকাছি আসতে বাসটি গতি কমালে আরোহী বাইক নিয়ে ডান পাশ কাটিয়ে বেরনোর চেষ্টা করেছিলেন। সেসময় বাসের চালক বাইকটিকে পাশে চেপে দেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
ঘাতক বাস এবং বাসের চালককে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।
অন্যদিকে, মঙ্গলবার সকালে বিদ্যাসাগর সেতু লাগোয়া রবীন্দ্র সদনের কাছেও একটি দুর্ঘটনার খবর সামনে এসেছিল। একটি যাত্রীবাহী বাস পরপর একাধিক গাড়িতে ধাক্কা মারে। অনুমান, কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বাসটি। তাতেই ঘটে ওই দুর্ঘটনা।
যাত্রীবাহী বাস পরপর গাড়িতে ধাক্কা মেরে ফুটপাতের রেলিংয়ে ধাক্কা মারে। ঘটনায় অনেক যাত্রী আহত হন। এই ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটির গতি অনেক বেশি ছিল। তার কারণেই বিপত্তি ঘটেছে।
বারবার বেপরোয়া বাসের দৌরাত্ম্য সামনে আসছে। রাজ্যের তরফে একাধিক নির্দেশিকা দিয়ে দুর্ঘটনায় রাশ টানার চেষ্টা করলেও কোনও ভাবেই পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। যার পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।