চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে। পুলিশের (Police) লাথি-লাঠি খেয়েও চাকরি ফিরে পেতে সল্টলেকে অবস্থান চালিয়ে যাচ্ছেন 'যোগ্য' চাকরিহারারা (SSC Job Deprived)।
Job deprived Teachers Protest
শেষ আপডেট: 16 May 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে। পুলিশের (Police) লাথি-লাঠি খেয়েও চাকরি ফিরে পেতে সল্টলেকে অবস্থান চালিয়ে যাচ্ছেন 'যোগ্য' চাকরিহারারা (SSC Job Deprived)। রাতভর চোখের পাতা এক করতে পারেননি আন্দোলনকারীরা।
রাতে বিকাশ ভবনের অদূরে যখন তাঁরা অবস্থান করছিলেন, তখনই সমানে বাইকবাহিনীর তাণ্ডব দেখেছেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, ভয় দেখাতেই বাইকে চেপে শাসক ঘনিষ্ঠরা (TMC) দাপিয়ে বেড়িয়েছে। পুলিশে নালিশ জানালেও, কেউ কোনও উচ্যবাচ্চ দেখায়নি।
আজ, শুক্রবার সকাল থেকে ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবনের সামনে। আন্দোলনকারীদের একাংশ হঠাৎ করেই ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশ তখনই হস্তক্ষেপ করে এবং আন্দোলনকারীদের পেছনে হটিয়ে দেয়। এই ঘটনায় ফের সাময়িকভাবে ধস্তাধস্তির সৃষ্টি হয়।
চাকরিহারা আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, দাবি না মানা পর্যন্ত কোনও অবস্থাতেই তাঁরা বিক্ষোভ তুলে নেবেন না। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিকাশ ভবনের মূল ফটকের সামনে অবস্থান শুরু করেন চাকরি হারানো প্রার্থীরা। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই তাঁরা অবস্থান চালিয়ে যান রাতভর। ব্যানার, পোস্টার ও স্লোগানে তাঁরা তাঁদের দাবি তুলে ধরেন।
সকাল থেকেই ফের শুরু হয় কর্মসূচি। সকলে একসঙ্গে গলা মিলিয়ে জাতীয় সঙ্গীতও গান শিক্ষকরা। ঠিক যেন স্কুলের প্রেয়ার।
ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। লালবাজারের নির্দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার চেষ্টা চালাচ্ছে প্রশাসনও। যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা দাবি আদায় না হওয়া পর্যন্ত একচুলও নড়বেন না।