শেষ আপডেট: 10th January 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: পর পর দুটো রবিবার বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইনের পরিষেবা। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল আজ অর্থাৎ শুক্রবার। চলতি মাসের ১২ ও ১৯ তারিখ মেট্রো চলবে না গ্রিন লাইনে।
মেট্রোর ইন্টারলকিংয়ের কাজের জন্য সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত লাইনে আগামী দুই রবিবার কোনও মেট্রো চলবে না। যেহেতু রবিবার অফিস যাত্রীদের চাপ থাকে না এবং নিত্য যাত্রীদের চাপও খানিকটা কম থাকে, তাই রবিবারই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দুই দিন কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা সিবিটিসির পরীক্ষামূলক প্রয়োগ চলবে।
এই ইন্টারলকিং সফটওয়্যার ও হার্ডওয়্যার দুইয়ের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ, তাই হাওড়া ময়দান থেকে সল্টলেক, এই স্ট্রেচে কাজ করা হবে।