প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 February 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতার (Kolkata) এক স্কুলে ছাত্রীকে (Girl Student) অশালীনভাবে ছোঁয়ার অভিযোগ উঠল শিক্ষকেরই বিরুদ্ধে! এই ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে। একজন ছাত্রী নয়, স্কুলের একাধিক ছাত্রীর সঙ্গে ওই শিক্ষক অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ।
টালা আদর্শ বালিকা বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। দাবি, কম্পিউটার শেখানোর নামে করে তিনি একাধিক ছাত্রীদের গায়ে হাত দেন। অভিযোগ উঠতেই ওই শিক্ষককে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ।
তাঁদের তরফে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক সরকারি বা স্থায়ী ছিলেন না, চুক্তির ভিত্তিতে কম্পিউটার শেখাতেন। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি জানিয়ে পুলিশকেও খবর দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
পর্ষদের তরফে বলা হয়েছে, বিষয়টি তারা খতিয়ে দেখছেন। স্কুলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে যা যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। স্কুলের মধ্যে এই ধরনের কোনও ঘটনা ঘটলে তা কখনই বরদাস্ত করবে না পর্ষদ।
বিগত কয়েক মাসে রাজ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যাতে নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। আরজি কর হাসপাতালের ঘটনা হোক কিংবা জয়নগর, এদিকে সোমবারই পানাগড়ের দুর্ঘটনা ঘটেছে যেখানে মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে গাড়ি উল্টে মৃত্যু হয়েছে এক তরুণীর। এসবের মধ্যে খোদ কলকাতার স্কুলে ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ তাও আবার শিক্ষকের বিরুদ্ধে, বিরাট চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে রাজ্য প্রশাসনের কপালে।