শেষ আপডেট: 2nd November 2024 15:24
দ্য ওয়াল ব্যুরো: সমাজে নারীদের সুরক্ষার বার্তা দিতে বোনফোঁটার আয়োজন করল বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠন। উচ্চারিত হল অভিনব মন্ত্র, 'বোনের কপালে দিলাম ফোঁটা, ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা।' গড়িয়ায় বোনেদের কপালে এদিন ফোঁটা দেন ভাইয়েরা। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যও।
অন্যদিকে, নিহত মহিলা ডাক্তারকে স্মরণ করে হাওড়াতেও আজ বোনফোঁটার আয়োজন করা হয়। হাওড়া ময়দানের কাছে গঙ্গার পাড়ে তেলকল ঘাটে বোনফোঁটার আয়োজন করে রিজুভিনেটরস ফর এনভারমেন্ট নেচার এন্ড ইউনাইটেড সোসাইটি নাম এক সংস্থা।
ভাইফোঁটার আগে থেকেই আরজি করের ঘটনার সুবিচার ও প্রতিবাদের কথা মাথায় রেখে উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি মিষ্টির দোকানে তৈরি হয়েছে 'জাস্টিস' লেখা সন্দেশ। বিক্রিও হচ্ছে দেদার। ভাইয়ের মঙ্গল কামনায় বোনের বিচারে দাবিতে এই মিষ্টি সদর্থক বার্তা দেবে বলেই মনে করছেন অনেকে।
আরজি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদের উৎসবে সামিল হন আন্দোলনকারীরা। এর আগে দুর্গাপুজোয় যখন গোটা শহর মাতোয়ারা তখন অন্যদিকে অনশন করে দিন কাটিয়েছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে শেষ পর্যন্ত অনশন প্রত্যাহারের ঘোষণা করেছিলেন অনশনকারীরা।