বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানি।
শেষ আপডেট: 5th February 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলনে চাঁদের হাট বসেছে। মঞ্চে উপস্থিত তাবড় শিল্পপতিরা। একের পর এক বিনিয়োগের কথা আলোচিত হচ্ছে। প্রায় সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন, প্রশংসা করছেন, বাণিজ্যের জন্য অনুকূল পরিস্থিতি রাজ্যে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার জন্য। এর মধ্যেই মুকেশ আম্বানি করলেন এক অন্য প্রশংসা। মুখ্যমন্ত্রী প্রতিদিন কতটা পথ পায়ে হাঁটেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করলেন।
কথা বলতে শুরু করার পরে মুকেশ আম্বানি বলেন, 'মমতা দিদি আমাকে বলেছেন উনি ৬৪ হাজার স্টেপ হাঁটেন। আমি আর সজ্জন ভাবছিলাম, বাহ, ভাল তো! সপ্তাহে ৬৪ হাজার স্টেপ! মমতা দিদি বললেন, না, দিনে ৬৪ হাজার স্টেপ!'
আদতে, মুখ্যমন্ত্রী যে হাঁটতে ভালবাসেন, সে কথা সকলেই জানেন। রাজ্যের নানা প্রান্তে নানা সফরে দেখা যায়, হনহন করে হাঁটছেন তিনি, হাঁটতে হাঁটতেই কথা বলছেন, উত্তর দিচ্ছেন নানা প্রশ্নের। কেবল সমতলে নয়, উত্তরবঙ্গ সফরে গেলে পাহাড়ি চড়াই পথেও তাঁকে প্রায় একই গতিতে হাঁটতে দেখা যায়। তাঁর সঙ্গে হাঁটতে গিয়ে রীতিমতো গলদঘর্ম হন সঙ্গীসাথী ও সাংবাদিকরা। তবে তাতে মোটেও নিজের হাঁটার কোনও পরিবর্তন আনেন না দিদি।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল গত বছর। সে সময়ে তাঁর ভাই কার্ত্তিক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছিল, 'দিদিকে বলি বাড়াবাড়ি কোরো না। এতটা হাঁটার কী দরকার? শোনেই না। এই করেই হাঁটুর ব্যাথা বেড়ে গেছিল।'
সে ব্যথাই বাড়ুক আর অস্ত্রোপচারই হোক, মুখ্যমন্ত্রীর হাঁটায় কোনও বিরতি নেই। দিনের শুরুতে বাড়িতে যেমন ট্রেডমিলে হাঁটেন, তেমনি বাইরেও সুযোগ পেলেই পায়ের পাতায় ঝড় তোলেন। এ হেন হাঁটাপ্রিয় ও ফিট মানুষের দৈনিক কাঁটায় স্টেপসের অঙ্ক যে ৬৪ হাজার হতেই পারে, তাতে আর আশ্চর্য কী!
চিকিৎসকরা বা ফিটনেস কোচেরা বলে থাকেন, কোনও সাধারণ কর্মজীবী মানুষের ক্ষেত্রে দৈনিক ১০ হাজার পদক্ষেপ হাঁটা জরুরি। এতটা পথ যদি রোজ হাঁটা যায়, তবে তা সুস্থতার বেঞ্চমার্ক বলে ধরা যায়। কিন্তু ৭০ বছর বয়সি এবং তুমুল ব্যস্ততায় দিনভর নিয়োজিত থাকা, রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বেঞ্চমার্ক পেরিয়ে চলে গেছেন বহু ঊর্ধ্বে। প্রয়োজনের চেয়ে ৬ গুণেরও বেশি তিনি রোজ হাঁটেন বলে জানিয়েছেন। যা অবাক করেছে দেশের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানিকেও।