শেষ আপডেট: 26th January 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: সাধারণতন্ত্র দিবসের আগে ফরাক্কায় অভিযান চালিয়ে দুই আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। বাজেয়াপ্ত বিহার থেকে আনা চারটি সেমি অটোমেটিক পিস্তল ও আটটি পিস্তল ম্যাগাজিন। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানায়।
গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা বাস স্ট্যান্ডের কাছে অভিযান চালায় এসটিএফের আধিকারিকরা। তল্লাশি চালিয়ে ওই অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয় ধৃতদের নাম ইজাউর হক (৩২) মোস্তফা শেখ (৪৬)। উভয়েরই বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। তারা বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্র মুর্শিদাবাদে নিয়ে এসেছিল। কাকে দেওয়ার উদ্দেশে অস্ত্র আনা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এসটিফের সঙ্গে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানাও।
পুলিশ আরও জানিয়েছে, ধৃতরা আন্তঃরাজ্য মাদক পাচারের সঙ্গেও যুক্ত। সেই সূত্রেই এই আগ্নেয়াস্ত্র আনা হচ্ছিল কি না তা জিজ্ঞাসাবাদ করে দেখা হবে।