শেষ আপডেট: 27th January 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: বালি ব্রিজে যান নিয়ন্ত্রণের জেরে বৃহস্পতি ও শুক্রবার ব্যাপক হয়রানির শিকার হয়েছিলেন যাত্রীরা। গত ২২ তারিখ রাত বারোটা থেকে প্রায় ১০০ ঘণ্টা ট্রেন পরিষেবা বন্ধ ছিলবালি ব্রিজ ও সিসিআর ব্রিজে। রেল লাইন মেরামতির জন্য কাজ শেষ হবার পর সোমবার থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। অন্যদিকে বালি ব্রিজেও যান চলাচল এখন একেবারেই স্বাভাবিক।
গত বৃহস্পতিবার ভোর রাত থেকে বালি ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়। নির্দেশ মতো দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত যানবাহন ঘুরিয়ে নিবেদিতা সেতু দিয়ে চলাচল করছিল। যাত্রীদের সমস্যার কারণে রেলিং কেটে রাস্তা গড়ে দিয়েছিল পুলিশ।
দেখুন ভিডিও
সোমবার ভোর পর্যন্ত প্রায় ১০০০ জন শ্রমিক দিন-রাত কাজ করেছে। সেই ভিডিও প্রকাশও করেছে পূর্বরেল। এই সময়ের মাঝেই পুরোনো গার্ডার ও ব্যালাস্ট কেটে বাদ দিয়ে তার বদলে নতুন গার্ডার ও ব্যালাস্ট বসানো হয়েছে। যেটা ব্রিজের স্থায়িত্ব আরও অনেকটা বাড়িয়ে দিল।
প্রসঙ্গত, আজ শিয়ালদহ-ডানকুনি লাইন চালু হলেও সমস্ত ট্রেন চলবে না। কিছু ট্রেন আজও বাতিল থাকছে। নীচে বাতিল ৪টি ট্রেনের তালিকা দেওয়া হল: