শেষ আপডেট: 6th January 2025 11:35
দ্য ওয়াল ব্যুরো: গতবছর ডিসেম্বর মাসে দাবি মোতাবেক তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট দিয়ে বাগুইআটির প্রোমোটার কিশোর হালদারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। সেই 'তোলাবাজ' কাউন্সিলর এখনও ফেরার।
এবার বারাসাত আদালত চত্বরেই আক্রান্ত প্রোমোটারকে আবারও হুমকির অভিযোগ উঠল। প্রোমোটারের কথায়, ৩ জানুয়ারি আদালত থেকে তিনি যখন বেরিয়ে নিজের আইনজীবীর কাছে যাওয়ার সময় পিছনে তাকান, দেখেন কয়েকজন তাঁর ছবি তুলছেন, ভিডিও করছেন।
অভিযোগ, এরপরেই তাঁরা কাছে এসে অকথ্য গালিগালাজ করতে থাকেন। হুমকি দিয়ে বলেন, আদালত চত্বরে কীভাবে কেউ এমন আচরণ করতে পারে তা ভেবেই অবাক হয়ে গিয়েছেন ওই প্রোমোটার। বলেছেন, 'এখনও পুলিশ সমরেশ চক্রবর্তীর নাগাল পাচ্ছে না। এদিকে এখনও থ্রেট আসছে। বলছে হাল্কা মাথা ফেটেছে। এবার পুরো মুন্ডুটাই উড়িয়ে দেব।'
ঘটনায় বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন প্রোমোটার কিশোর হালদার। এর আগে তাঁর কাছে ৫০ লক্ষ টাকা তোলা চেয়ে ৫০ লক্ষ টাকা দাবি করেন তৃণমূল কাউন্সিলর সমরেশ। ২৩ লক্ষ টাকা দিয়েছিলেন প্রোমোটার। কিন্তু বাকি টাকা না দেওয়ায়, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। প্রোমোটার জোর করে কাজ শুরু করায়, কাউন্সিলরের ৩০ জন অনুগামী এসে বেধড়ক মারধর করে তাঁকে।
ঘটনার পর তিন সপ্তাহ কাটতে চললেও এখনও অধরা অভিযুক্ত কাউন্সিলর। তাঁর দুই সঙ্গী ধরা পড়েছে পুলিশের হাতে।