শেষ আপডেট: 2nd October 2024 09:12
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ এর আগেও উঠেছে। দেবীপক্ষের সূচনার আগের রাতে ফের এমন ঘটনা ঘটল কলকাতায়! এবার অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। প্রতিবাদীদের দাবি, তাঁর নির্দেশেই মিছিলের ওপর হামলা করেছে দুষ্কৃতীরা। মারধর করা থেকে শুরু করে ফোন ভেঙে দেওয়াও হয়েছে।
মঙ্গলবার শহর জুড়ে বিরাট মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত সে মিছিল তো হয়েছেই, পাশাপাশি আরও একাধিক জায়গায় রাত পর্যন্ত কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষ। এমনই একটি কর্মসূচি হয়েছিল টালিগঞ্জের করুণাময়ীতে। নাগরিক সমাজের সেই মিছিলেই হামলা করা হয়েছে বলে দাবি। আন্দোলনকারীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর (১১৫ নম্বর ওয়ার্ড) রত্না শূরের নির্দেশে এই হামলা চালানো হয়েছে।
প্রতিবাদীরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, করুণাময়ী বাজারের ভিতরে অন্তত ১০০ জনের জমায়েত ছিল রাতে। তারাই বেরিয়ে এসে হামলা করে। ঘটনা পূর্বপরিকল্পিত না হলে এত রাতে বহু সংখ্যক লোকের জমায়েত কোনও জায়গায় হতে পারে না। তাঁদের স্পষ্ট অভিযোগ, কাউন্সিলরের কথা মতোই তারা জমায়েত করে পরিকল্পনামাফিক এই হামলা করেছে। মিছিলে থাকা মহিলা, শিশুদেরও মারধর করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি অনেকের ফোন ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি।
এই ঘটনার কিছু ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। তবে সংবাদমাধ্যমে অনেকে দাবি করেছেন, তৃণমূল পার্টি অফিস থেকে স্থানীয় নেতারা এসে মিছিলে মেয়েদের হায়ে হাত তুলেছেন। মিছিলে থাকা মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ। গোটা ঘটনার প্রতিবাদে হরিদেবপুর থানায় বিক্ষোভ দেখান অভিযোগকারীরা। কারণ তাঁরা এও বলেছেন, অভিযোগ জানানোর পরও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।
আরজি কর প্রতিবাদ মিছিলে হামলার ঘটনা নতুন নয়। কলকাতা ছাড়াও কোচবিহার, নৈহাটি সহ বাংলার বিভিন্ন জায়গায় প্রতিবাদীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ইতিমধ্যে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ শাসক শিবিরের বিরুদ্ধে। সেই তালিকায় নতুন সংযোজন টালিগঞ্জের ঘটনা।