শেষ আপডেট: 26th January 2025 17:50
দ্য ওয়াল ব্যুরো: রাজভবন চত্বরে দাঁড়িয়েই রেগে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । নেপথ্যে সাধারণতন্ত্র দিবসে রাজভবনের ভেতরে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা। রীতি মেনেই প্রতিবছর রাজভবনে সান্ধ্যকালীন চা চক্র হয়।
অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে ঢুকে গেলেও তাঁর সঙ্গে থাকা কলকাতা পুলিশের ব্যান্ডকে বাধা দেওয়া হয়। যদিও পরে মুখ্যমন্ত্রীর নিজেই গিয়ে ব্যান্ড দলকে ভেতরে নিয়ে আসেন। অনেকেই এহেন ঘটনার খবর শুনে মমতা-রাজ্যপালের চা চক্র নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন।
রোববার গোটা দেশে ৭৬তম সাধারণতন্ত্র দিবস পালন হচ্ছে। অন্যান্য বছরের মতো আজও কলকাতার রাজভবনে অনুষ্ঠান রয়েছে। যেখানে যোগ দেওয়ার কথা ছিল কলকাতা পুলিশের একটি ব্যান্ডেরও। প্রতি বছরই পারফর্ম করে তারা।
কিন্তু আজ বিকেলে দেখা গিয়েছে অন্য ছবি। ব্যান্ডের সদস্যদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ্যমন্ত্রী খোঁজখবর নিয়ে জানতে পারেন, তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সময় নষ্ট না করে নিজেই হস্তক্ষেপ করেন পরিস্থিতির। সূত্রের খবর, তারপরই পারফর্ম করে কলকাতা পুলিশের ব্যান্ড। যদিও এখনও ঘটনা প্রসঙ্গে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
বস্তুত, এদিন রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজে পূর্ণ মর্যাদায় পালিত হয় সাধারণতন্ত্র দিবস। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রী-আমলা ও প্রশাসনিক আধিকারিকরাও। মুখ্যমন্ত্রীর বার্তায় উঠে আসে দেশাত্ববোধক গানের লাইন, "ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো"।