শেষ আপডেট: 21st October 2024 21:17
দ্য ওয়াল ব্যুরো: সিতাই, মাদারিহাট-সহ রাজ্যের ছয়টি বিধানসভায় উপ নির্বাচন নভেম্বরে। ওই ছয় আসনে আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। এবার প্রার্থীদের নাম প্রকাশ করল বামফ্রন্ট।
আগামী ১৩ নভেম্বর উপ নির্বাচন রয়েছে উত্তরবঙ্গের সিতাই, মাদারিহাট ও দক্ষিণবঙ্গের নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যাংড়ায়। গণনা ২৩ নভেম্বর। রবিবারই এই ছয় আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। শেষ নির্বাচন অনুযায়ী, ১টি বাদে বাকি ৫ আসনই তাদের দখলে।
বামফ্রন্ট আজ অর্থাৎ সোমবার ৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল। প্রকাশিত তালিকা অনুযায়ী, সিতাই থেকে লড়বে বামফ্রন্টের শরিক দল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। প্রার্থী অরূপ কুমার বর্মা। মাদারিহাটে লড়বে আরেক শরিক দল আরএসপি, প্রার্থী পদম ওরাওঁ। নৈহাটিতে সিপিআই (এমএল) লিবারেশনের দেবজ্যোতি মজুমদার। মেদিনীপুরে সিপিআই-এর মণিকুন্তল খামাড়ুই ও তালড্যাংড়ায় তৃণমূলের ফাল্গুনি সিংহবাবুর বিরুদ্ধে লড়বেন সিপিআইএমের দেবকান্তি মহান্তি।
হাড়োয়ার আসনটিতে এখনও প্রার্থী দিতে পারেনি বামেরা। তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, ওই আসনে কিছুদিনের মধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
আরজি কর ইস্যুতে এখনও প্রতিবাদ চলছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। এই আবহে ভোটে বিরোধীরা আদৌ কোনও সুবিধা করতে পারবে না শাসকের অনুকুলেই যাবে জনতার রায়, তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে। উত্তর জানতে আপাতত ২৩ নভেম্বরের অপেক্ষা।