বৃষ্টিকে উপেক্ষা করে পথে নামতে দেখা গেল আমজনতাকেও।
শেষ আপডেট: 3rd September 2024 18:11
দ্য ওয়াল ব্যুরো: তিলোত্তমার বিচার চেয়ে এর আগে শহরের তিন তিনটে রাত দখল হতে দেখেছে কলকাতা। মঙ্গলবার বিকেলের শহরের রাস্তাও দখল হতে দেখল কলকাতা। বৃষ্টিকে উপেক্ষা করে পথে নামলেন আমজনতাও।
তবে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, সেদিকে নজর রেখে রাস্তার একদিক ধরে মানববন্ধন করে অভিনব প্রতিবাদে শামিল হলেন কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। পাটুলি থেকে উল্টোডাঙ্গা, সমগ্র ইএম বাইপাসের একদিকে হাতে হাত ধরে মানবপ্রাচীর তৈরি করেন তাঁরা।
আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। রবিবার ধর্মতলায় রাত জেগেছিল 'আমরা তিলোত্তমা' মঞ্চ। সোমবার বিকেল থেকে লালবাজারের সামনে অবস্থানে বসেন জুনিয়র চিকিৎসকরা। প্রায় ২৩ ঘণ্টা টানা বিক্ষোভের জেরে লালবাজারে সিপি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে বাধ্য হন।
এহেন আবহে এদিন বিকেলে শহরে মানববন্ধননের ডাক দিয়েছিল বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বিকেল গড়াতে যা অভূতপূর্ব আকার নেয়। জনজীবনকে ব্যাহত না করেও যে প্রতিবাদ মিছিল ,করা যায়, তা এদিন দেখিয়েছেন তাঁরা। বিকেল পাঁচটায় মানবন্ধন শুরুর কিছু পরেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি।