Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরা
Arjun Singh

ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলায় অর্জুন সিংকে ফের তলব সিআইডি-র, আজই হাজিরার নির্দেশ

বিজেপি নেতাকে নোটিসও পাঠিয়েছে তাঁরা। সূত্রের খবর, আজ এই তলবে সাড়া দিতে পারেন অর্জুন সিং। 

ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলায় অর্জুন সিংকে ফের তলব সিআইডি-র, আজই হাজিরার নির্দেশ

অর্জুন সিং

শেষ আপডেট: 28 November 2024 04:32

দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ফের তলব করা হল বিজেপি নেতা অর্জুন সিংকে। এদিন বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে ভবানী ভবনে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে সিআইডি। ইতিমধ্যে বিজেপি নেতাকে নোটিসও পাঠিয়েছে তাঁরা। সূত্রের খবর, আজ এই তলবে সাড়া দিতে পারেন বিজেপি নেতা। 

কয়েকদিন আগে এই মামলাতেই অর্জুন সিংকে প্রথমবার তলব করেছিল সিআইডি। কিন্তু সেই তলবে সাড়া না দিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। পরে আদালতের নির্দেশ মেনে সিআইডি দফতরে হাজির হয়েছিলেন বিজেপি নেতা। সে দিন তাঁকে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তারপর বৃহস্পতিবার ফের তাঁকে তলব করা হল। 

অর্জুন সিংয়ের বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি যে সময়ে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন সেই সময়ে সেখানে কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়। সেই সূত্রেই তাঁকে বারবার ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। আগের জিজ্ঞাসাবাদে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছিল। এদিনও তেমনটা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সিআইডি মনে করছে, এই ঘটনায় আরও বেশ কিছু তথ্য দিতে পারেন অর্জুন সিং, তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। 

বিজেপি নেতা অবশ্য বলছেন, পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। তাঁকে হয়রান করতে এবং ভয় দেখাতে বারবার তলব করানো হচ্ছে সিআইডিকে দিয়ে। স্বাভাবিকভাবেই তাঁর নিশানায় রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অর্জুনের স্পষ্ট দাবি, এই তলবের বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। 


ভিডিও স্টোরি