শেষ আপডেট: 10th December 2024 20:03
দ্য ওয়াল ব্যুরো: ১০ মাস পরে পঞ্চায়েত সমিতিতে ফিরেছিলেন আরাবুল ইসলাম। তবে 'নিজের ঘরে' ঢুকতে পারেননি। ঘর ফিরে পেতে বিডিও-র কাছে আবেদন জানিয়েছিলেন তৃণমূল নেতা। লাভ হয়নি। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরাবুল।
মঙ্গলবার আরাবুল তাঁর ছেলে হাকিমুল ইসলাম, যিনি দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য, তাঁকে নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। তৃণমূল নেতা জানিয়েছেন, বিডিও তাঁর জন্য বিকল্প ঘরের ব্যবস্থা করেছেন ঠিকই, কিন্তু সেখানে থাকতে তিনি রাজি নন। তাঁর ‘নিজের ঘর’ ফেরত চান তিনি।
আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ। ৭ মাস পর জেল থেকে মুক্তি পান তিনি। কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় এতদিন ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকতে পারেননি ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম।
সম্প্রতি আবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, এবার থেকে সপ্তাহে ২ দিন পঞ্চায়েত সমিতিতে যেতে পারবেন আরাবুল। কিন্তু সমিতিতে ফিরলেও ঘর নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। সেই জল এবার গড়াল আদালত পর্যন্ত। প্রসঙ্গত, খুন, লক্ষ লক্ষ টাকা তোলাবাজি সহ আরাবুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ভাঙড়ে।