শেষ আপডেট: 5th December 2023 20:50
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৩২ জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করল বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটি। দ্রুত শাস্তির সুপারিশ করা হয়েছে কমিটির তরফে।
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অরিত্র মজুমদার ওরফে আলুকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে অ্যান্টি র্যাগিং কমিটি। একই সঙ্গে কলেজের আর এক পড়ুয়া রুদ্র চট্টোপাধ্যায়কে এক মাসের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে কমিটি।
কলেজের পাঁচ জন ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার ও চার সেমেস্টারের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে অ্যান্টি র্যাগিং কমিটি। একইসঙ্গে কলেজের আরও ২৫ জন পড়ুয়াকে একটি সেমেস্টারের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি।
গত অগস্টে হস্টেলের ৩ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় বগুলার এক ছাত্রের। ওই ঘটনার পরই কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপের সুপারিশ করল বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটি।
ইতিমধ্যে ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। হস্টেলে অবাধ যাতায়াতের ওপরও বাড়তি নজরদারি শুরু হয়েছে। হস্টেলে ঢোকা এবং বেরানোর সময় আই কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। এবার একযোগে ৩২ জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করল কমিটি।