শেষ আপডেট: 10th February 2025 21:41
দ্য ওয়াল ব্যুরো: নারকেল ডাঙার পর এবার নিউ আলিপুরের ঝুপড়ি। ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল বসতি। সোমবার সন্ধে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে নিউ আলিপুরের পরিত্যক্ত কেপিটি কলোনিতে।
খবর পেয়ে দু'দফায় দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় সূত্রের খবর, আগুন এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে। তবে এখনও পকেট ফায়ারিং রয়েছে। সেগুলি খুঁজে আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছেন দমকলের কর্তারা।
দমকল ও স্থানীয় সূত্রের খবর, সিলিন্ডার ফেটেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে আস্ত কলোনি। ভস্মীভূত হয়ে গিয়েছে অন্তত ২৫টি ঝুপড়ি। ঘটনার জেরে রাতারাতি ছাদ হারা বেশ কিছু পরিবার।
সুমিত সেনগুপ্ত নামে দমকলের এক কর্তা জানান, স্থানীয় সূত্রে তাঁরা জানতে পেরেছেন দুটি সিলিন্ডার ফেটে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এবিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হবে।
দমকল বিভাগের অভিযোগ, কেপিটির পরিত্যক্ত কলনীটি বন্দরের অধীন। ওখানেই বেআইনিভাবে ২৫টি পরিবার বসবাস করত। অভিযোগ, সেখানে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থও ছিল। তার ওপর বাতাসের গতিবেগ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। তিনি বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
ফিরহাদ বলেন, "কীভাবে আগুন সেটা দমকল বিভাগ দেখবে। প্রয়োজনে ফৎরেনসিক তদন্ত হবে। নিরাশ্রয়দের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করে দেব।"
এর আগে গত শনিবার রাতে নারকেলডাঙায় ভয়াবহ আগুন লাগে। একজনের মৃত্যু হয়। পরিস্থিতি দেখতে গেলে মেয়রের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়দের একাংশ। এর আগে গত ডিসেম্বরের শেষে নিউ আলিপুরের একটি ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আগুন লেগেছিল তপসিয়াতেও।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শহরে বারে বারে অগ্নিসংযোগ নিয়ে বড় প্রশ্নও তুলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সে সময় ববি বলেছিলেন, "পর পর ঝুপড়িতেই কেন আগুন লাগছে? এর পিছনে নিশ্চয়ই কিছু রয়েছে, সেটা আমাদের দেখতে হবে।"