শেষ আপডেট: 18th March 2025 19:52
দ্য ওয়াল ব্যুরো: গত ১ মার্চের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ১৬ জন পড়ুয়াকে তলব করেছিল যাদবপুর থানা (Jadavpur PS)। তাদের মধ্যে একজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। ধৃতের নাম সৌপ্তিক চন্দ্র। তিনি সিভিল ইঞ্জিনিয়ারের দ্বিতীয় বর্ষের ছাত্র। ক্যাম্পাসের ভিতর ‘শিক্ষাবন্ধু’র অফিসে আগুন লাগানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই গ্রেফতারির পর থানা চত্বরে আরও বিক্ষোভের আঁচ বেড়েছে।
ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধুন্ধুমার হয়েছিল গত ১ মার্চ। বামপন্থী পড়ুয়াদের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা করার অভিযোগ ওঠে। পাশাপাশি সেদিনই ক্যাম্পাসের ‘শিক্ষাবন্ধু’র অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্ত হিসেবে একাধিক পড়ুয়ার নাম উঠে আসে। তাদের মধ্যে ছিলেন এই সৌপ্তিক চন্দ্র। তাকেই এদিন গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১০ জন পড়ুয়াকে থানায় তলব করা হয়েছিল। তাঁরা সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দিয়েছেন। তবে যাদবপুর থানার বাইরে অবস্থান-বিক্ষোভ করছিলেন বাকি প্রতিবাদী পড়ুয়ারা। যে পড়ুয়ারা তলব পেয়েছিলেন তাঁরা বলেছিলেন, আইন মেনেই চলতে চান তাঁরা। পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন। একই সঙ্গে এও বলেন, এমন অনেকের কাছে পুলিশের চিঠি গেছে যারা যাদবপুরের প্রাক্তনী হলেও কলকাতাতেই থাকেন না। তবে যারা কলকাতাতে আছেন, তারা সকলেই সহযোগিতা করবেন। এরপরই সৌপ্তিকের গ্রেফতারির খবরে উত্তেজনা ছড়ায় থানা চত্বরে। আরও বিক্ষোভের আঁচ বাড়ান অবস্থানে বসা পড়ুয়ারা।
বিক্ষোভরত পড়ুয়াদের অভিযোগ, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের। তাই অবিলম্বে এই তলব করা বন্ধ করতে হবে এবং যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে। প্রসঙ্গত এর আগে এই কাণ্ডে সাহিল আলি নামে এক পড়ুয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর জামিন মঞ্জুর হয়েছে। পরে উজান নামের এক পড়ুয়াকে গ্রেফতার করা হয়।
যাদবপুরের পড়ুয়াদের আইনজীবীর দাবি, প্রথমে পুলিশ জানিয়েছিল শুধু জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে পড়ুয়াদের। কিন্তু পরে বলা হয়, এমন কিছু তথ্য নাকি তাঁরা পেয়েছেন যে, গ্রেফতার করতেই হবে! কিন্তু কেন গ্রেফতার, কীসের ভিত্তিতে গ্রেফতার, সে ব্যাপারে কোনও কিছু জানানো হয়নি পুলিশের তরফে। তাঁর অভিযোগ, সহযোগিতা করতে এসে পুলিশি হেনস্থার শিকার হতে হচ্ছে পড়ুয়াদের।