Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
খুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকাদক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টি, নিম্নচাপ সরতেই অনুভূত হবে অস্বস্তিকর গরমআমরা সিঙাড়া-জিলিপি খেতে বারণ করিনি, করবও না: মমতা
Saline Controversy

রিঙ্গার ল্যাকটেট বিতর্কের পর আরও এক সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত সরকারি হাসপাতালে

মাস খানেক আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ওই সংস্থার স্যালাইন ব্যবহার এবং এক প্রসূতির মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে ছিল গোটা রাজ্য।

রিঙ্গার ল্যাকটেট বিতর্কের পর আরও এক সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত সরকারি হাসপাতালে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 February 2025 08:42

দ্য ওয়াল ব্যুরো: রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড় হয়েছিল। এখনও সেই বিতর্ক অব্যাহত। এবার সেই আবহে আরও একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত নিল আরজি কর মেডিক্যাল কলেজ।

ভিশন পেরেন্টাল প্রাইভেট লিমিটেডের ফ্লুইড মেডিসিন ইঞ্জেকশন বাতিল করা হয়েছে। ম্যানিটল স্ট্রোকে আক্রান্তদের এই ওষুধ প্রয়োগ করা হয়। জানা গিয়েছে চিকিৎসকদের কাছে এই ইঞ্জেকশন নিয়ে বিরূপ প্রতিক্রিয়া মেলায় হাসপাতালের সমস্ত বিভাগেই এর ব্যবহার বন্ধ রাখা হয়েছে।

আরজি কর মেডিক্যাল কলেজ সূত্রে খবর, আগাম সতর্কতা হিসেবেই ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মাস খানেক আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ওই সংস্থার স্যালাইন ব্যবহার এবং এক প্রসূতির মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে ছিল গোটা রাজ্য। অভিযোগ ওঠে ওই স্যালাইন ব্যবহারের ফলেই মৃত্যু হয়েছে প্রসূতির।

একই সঙ্গে অভিযোগ ওঠে সিনিয়র চিকিৎসকেরা অস্ত্রোপচারের সময় উপস্থিত ছিলেন না। অভিযোগ ওঠে, তার জেরে জুনিয়র চিকিৎসকেরা ওই প্রসূতিদের অস্ত্রোপচার করেন। তাঁদের গাফিলতিতেই মৃত্যু হয়েছে প্রসূতির।

পরে রাজ্য সরকার নিজেরা একটি তদন্ত কমিটি গঠন করে ১৩ জন চিকিৎসককে সাসপেন্ড করে এবং তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে। যার তদন্ত করছে সিআইডি।


ভিডিও স্টোরি